রোববার কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
খবরের সত্যতা স্বীকার করে এলআইসির পশ্চিম জোনের ব্যবস্থাপক হেমন্ত ভার্গব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে আমাদের ব্যবসা শুরুর বিষয়টি নির্ভর করছে সেখানকার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমতির ওপর।
“তাছাড়া আমাদের স্থানীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছেও আবেদন করতে হবে। এ ব্যাপারে আমরা ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছি। ”
এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানান হেমন্ত।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এখন ৬২টি বীমা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে বিদেশি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান হলো যুক্তরাষ্ট্রভিত্তিক মেটলাইফ অ্যালিকো।
বাংলাদেশ বিমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের পথ খুলে দেয়ায় সৃষ্ট সুযোগ কাজে লাগাতে চাইছে এলআইসি।
তবে করতে হলে স্থানীয় কোনো প্রতিষ্ঠানকে অংশীদার করতে হবে এলআইসিকে ।
এলআইসি নেপাল, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরেও ব্যবসা চালিয়ে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।