আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের বিবাহোত্তর সংবর্ধনা

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান বিয়ে করেছিলেন ১২.১২.১২তে।

এক বছর পর আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা, জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজাসহ প্রায় সবাই।

এছাড়া উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুসরা।

সাকিব গত বছর ১২ ডিসেম্বর বিয়ে করেন উম্মে আহম্মেদ শিশিরকে। এক বছর পর গত শুক্রবার হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ধারাভাষ্যকার আতহার আলী খান।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক, নাসির, সোহরাওয়ার্দী শুভরা। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।