দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
দেশের প্রতি ভালবাসা প্রকাশ পাবে আমার দৈনন্দিন জীবনে, প্রতিটা পদক্ষেপে ।
আমাদের এক হলে ইফতার পার্টিতে গিয়ে রাত বেশী হয়ে যাওয়ায় আর ফিরতে পারি নি । সেহরির জন্য বাইরে গিয়েছি, হলের সীমানার ঠিক পাশেই এক দরিদ্র মহিলা তার তিন শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে ছিল (শিশুদের গায়ে জামা পর্যন্ত নেই! বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল) । ব্যাপারটা বেশ ভাবায় আমাকে ।
ভাবনা ফলপ্রসূ হয় নি, কারণ ভাবতে ভাবতে আমি হলেই চলে এসেছি!
সকালে বাসায় ফেরার জন্য একটু আগে ভাগেই বের হলাম, উদ্দেশ্য ছিল একটা । হুমম পেয়েছি । আমার সাধ্যমত আমি করেছি । অনেক দায়িত্বের এটা একটা মাত্র । বাইরে প্রখর রোদ থাকতেও সরকারি গ্যাস পেয়ে কাপড় শুকাতে না দেওয়া, পানির ট্যাপ অযথা ছেড়ে না রাখা -এসব দায়িত্বের মধ্যেই পড়ে ।
ইলেকট্রিসিটির কথা বললাম না, কারণ ওটা আমার নিয়ন্ত্রণে নেই । 'কম্পুটার' একটা সারাদিনই চালু থাকে! যেদিন নিয়ন্ত্রণে আসবে সেদিন বড় মুখ করে বলে ফেলবো, "ও হ্যাঁ, বিদ্যুতের অপচয়ও করবেন না!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।