আমাদের কথা খুঁজে নিন

   

একরাতের ঐ গণিতবিদ p(x)=x^4−4x^2+2 এর মত ত্রিঘাতি,চতুর্ঘাতি,পঞ্চঘাতি সমীকরণ একলাইনে সমাধান করার উপায় দেখিয়ে গেলেন . . .

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... . . . ডুয়েলের আগের রাতে গ্যালোয়া বুঝতে পারলেন এই রাতটি তার জীবনের শেষ রাত, রহস্যময়ী মেয়েটার সাথে এই খ্যাপা ভবঘুরে কমিউনিস্ট গণিতবিদের কেমন করে ভালবাসা হল কেউ সেটা জানে না মেয়েটা আবার প্যারিসের এক অভিজাত খ্যাতিমান শুটারের বাগদাত্তা । কাজেই সেই শুটার স্বাভাবিক ভাবেই গ্যালোয়াকে সামনাসামনি ডুয়েলে আহবান করল, ডুয়েলের আগের রাতে তেজস্বী হতভাগ্য ২০ বছর বয়সী সেই যুবক কলম নিয়ে রাত জেগে তার থিওরেম গুলো লিখতে বসল, লিখতে লিখতে সে দেখল সময় চলে যাচ্ছে কাগজে লিখছে "ইশ হাতে সময় নেই . . ." মাঝে মাঝে মেয়েটার নাম লিখছে, তারপর আবার থিওরেমগুলোতে ফিরে আসছে। রাত ভোর হল, গ্যালোয়া মরে গেল গ্যালোয়ারা মরেই যায় কিন্তু একরাতের ঐ গণিতবিদ p(x)=x^4−4x^2+2 এর মত ত্রিঘাতি,চতুর্ঘাতি,পঞ্চঘাতি সমীকরণ একলাইনে সমাধান করার উপায় দেখিয়ে গেলেন . . . এই গল্পটার প্রতিটা শব্দ সত্য, প্রতিটা ছত্র সত্য, কিন্তু খুব চমকপ্রদ ভাবে গল্পটার কিছু অংশ কেন কেন যেন আমাদের কারো কারো জীবনের সাথে খুব আশ্চর্যভাবে মিলে যায়, তারপর রাত হয় ঘুম আসে, ঘুমের মধ্যে মনে হয় জীবনটা তো সুন্দর খারাপ না, নাকি আরেকটু সুন্দর হতে পারত ? void(1); আমি শুনে হাসি ,আঁখি জলে ভাসি; এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ ,সাধু আজ; আমি আজ চোর বটে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।