সম্প্রতি সিরিয়ায় চলতি গৃহযুদ্ধে রাজধানী দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রসহ তার মিত্র শক্তিরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দোষারোপ করছে এবং সিরিয়াতে সেনা অভিযান চালানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার মানবতার বিরুদ্ধে অপরাধ করছেন। তাই সিরিয়ার সাধারণ জনগণকে আসাদের হাত থেকে 'রক্ষা' করতে ইঙ্গমার্কিন জোট সিরিয়ায় হামলা চালাতে চায়। বাসার সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এই সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে সাবেক পরাশক্তি রাশিয়ার কর্ণধার ভ্লাদিমির পুতিন প্রশাসন। মার্কিন আগ্রাসনে নিজেদের রক্ষার জন্য এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইরান ও চীন। শীতল যুদ্ধের মতো গুমোট অবস্থা। বিশ্ব আবার একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে। রাসায়নিক অস্ত্রের বিষে বিপন্ন আজ মানব সভ্যতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।