কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাত থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়ার ২দিন পর নাইবুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে তার লাশ উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মী নদী থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত নাইবুল উপজেলার রামকৃষ্ঞপুর ইউনিয়নের গড়েরপাড়া এলাকার মোহাম্মদ গড়ের ছেলে। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক জানান, বেশকিছু দিন আগে নাইবুল অবৈধভাবে ভারতের কেরালা রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যান।
রোববার বিকেলে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতের কৃষান ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় তিনি প্রাণে বাঁচতে পদ্মা নদীতে ঝাঁপ দেন। তবে সাঁতার না জানার কারণে নাইবুল ইসলাম নদীতে ডুবে মারা যান।
আজ সকালে নদীতে তার লাশ ভেসে উঠলে পরিবারের সদস্যরা তা উদ্ধার করে। তবে এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।