আমাদের কথা খুঁজে নিন

   

রমিজ রাজার বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সাম্প্রতিক অবজ্ঞা এবং কিছু প্রশ্ন।

রমিজ রাজা বলেছে, "The BCB has no major part in international cricket". হুম আমাদের অবদান নেই তো। কারণ: ১। আমাদের দলে আসিফ-আমির-বাটের মত কিছু চোর-ছ্যাছর নেই। বরং আছে মাশরাফির মত 'বলদ' যে বড় টাকায় ফিক্সিং এর প্রস্তাব পেয়ে উল্টো বোর্ডকে জানিয়ে দেয়। ২।

আমাদের দলে আসিফের মত প্লেয়ার নেই যে ভীনা মালিক টাইপ কোনো সেলিব্রেটির সাথে স্ক্যান্ডালে জড়াবে। বা আসাদ রউফের মত আম্পায়ার, ইন্ডিয়ান মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল ছবি তুলবে। আছে শাহরিয়ার-মাশরাফি-সাকিবের মত 'বলদেরা' যারা নিজের প্রেমিকাকেই বিয়ে করে নেয়। ৩। আফ্রিদির থেকেও অনেক ভালো মানের স্পিনার থাকার পরেও বল টেম্পারিং এর অভিযোগে কোনোদিন রফিক-সাকিব-রাজ্জাকদের নিষিদ্ধ হতে হয়নি।

৪। পাইলট-মুশফিকরা কোনোদিন রশিদ লতিফের মত বাম্প ক্যাচ ধরে আউটের আবেদন করেনি। নিষিদ্ধও হতে হয়নি। বরং রফিক ফেয়ার প্লে অনুসরণ করে রান আউটের সুযোগ থাকা সত্ত্বেও তা করেণি। ৫।

শোয়েব আখতার যেমন সতীর্থ আসিফকে পিটিয় শায়েস্তা করে সেরকম আমাদের দলে এমন কেউ তৈরি হয়নি এতদিনেও। ৬। শোয়েব আখতারের মত নিষিদ্ধ ড্রাগ নিয়ে, আসিফের মত গাঞ্জা খাওয়া শেখেনি বাংলাদেশি প্লেয়াররা। ৭। সেলিম মালিক বা নাসির জামসেদ স্টাইলে কেউ জুয়াড়ি হতে পারেনি।

৮। ইউনুস-ইউসুফ স্টাইলে ৫/৭ বার অবসর নিয়ে ফিরে আসার রেকর্ড নেই এদেশের ক্রিকেটে। আসলেই এসব না করলে বিশ্ব ক্রিকেটে অবদান রাখা যায় না। দু:খিত আমরা এভাবে অবদান রাখতে পারেনি। রমিজ রাজা, আপনি কষে লোটা আর পাপনের মুখে একটা চড় মেরে দিয়েছেন।

বাই দ্যা ওয়ে, আপনাদের শিক্ষা হয়েছে তো? Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।