কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাত থেকে প্রাণ বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়ার দুই দিন পর নাইবুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাংলাবাজার এলাকায় নদীতে ভাসমান অবস্থায় গতকাল তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। নাইবুল উপজেলার গড়েরপাড়ার মোহাম্মদ গড়ের ছেলে। তিনি কিছু দিন আগে অবৈধভাবে ভারতের কেরালা রাজ্যে কাজ করতে যান। জানা যায়, রবিবার বিকালে নাইবুল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় কৃষাণ ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় নদীতে ডুবে মৃত্যু হয় নাইবুলের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।