আমাদের কথা খুঁজে নিন

   

'বাংলা ব্লগ দিবস' পালন বাংলাদেশে ভার্চুয়াল-কালচারের মাইল-ফলক

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সামহোয়ারইন বাংলা ভাষাকে ওয়েবের মাধ্যমে বিশাল একটা জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় করেছে যারা ইংরেজী অক্ষরে বাংলা লিখতে বা ইংরেজী ভাষায় যোগাযোগ করতো। মেইল, ওয়েব থেকে শুরু করে যেখানে মন্তব্য বা লেখালেখির জায়গা ছিলো সর্বত্রই বাংলা লেখা এত সহজতর ছিলো না। সামহোয়রইনব্লগ এক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়েছে। অনেকেই এমন ছিলো, এমনকি আমিও, অন্য জায়গায় লেখার জন্য সামহোয়াইনের নিউ পোস্ট উইন্ডোটা ব্যবহার করতাম। মনে রাখতে হবে তখনও অভ্র'র যুগ শুরু হয়নি।

সামহোয়ার যদিও তখন ইউনিকোড ছিলো না, কিন্তু ওয়েবেই পুরাতন বাংলা লেখার কিবোর্ড নিয়ে আসা যুগান্তকরী ছিলো। কালক্রমে ইউনিকোড হলো এবং খুব সহজ কীবোর্ড নিয়ে এলো। বাংলাদেশে ব্লগের যত অর্জন তার ৯৯% সামহোয়ারইনব্লগের আর বাকি ১% বাদবাকী সব ব্লগের। বিষয়টা হয়তো সত্য নয়, কিন্তু আমি এভাবেই বলবো। ভার্চুয়াল-মানুষদের এ্যাক্টিভিস্ট বানানোর সূচনাও ঘটে সামহোয়ারইনে।

তখন ফেসবুক ছিলো না - কিন্তু ব্লগাররা যাবতীয় সকল প্রতিবাদ-বিক্ষোভের সূত্রপাত করেছিলো। তার ধারাবাহিকতায় 'অনলাইন এ্যাক্টিভিস্ট' নামে একটা নতুন শব্দমালার আবির্ভাব বাংলাভাষায়। বাংলা ব্লগ বাংলাদেশের অনলাইন জনগোষ্ঠীর বাক-স্বাধীনতার ক্ষেত্র বিকাশে ভূমিকা রেখেছে যা গনতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছে। রাজনীতি-বিমুখ বিশাল এক তরুণ গোষ্ঠীকে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে উৎসাহিত করেছে। এজন্য ব্লগ দিবস এসব অর্জনের মুখপাত্র হয়ে থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.