খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই
বর্তমান সময় দেখলাম ব্লগে এবং বেশ কিছু ফেসবুক পেজ মাজহাব সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে । এদের বেশির ভাগই হল আহালে হাদিস এবং শিয়া । এরা যেমন নিজেদের ভুল পথে পরিচালিত করেছে তেমনি এরা আমাদের যাদের শরিয়াহ্ জ্ঞান কম আছে তাদেরকে ও বিভ্রান্ত করছে । সুতরাং এদের কথায় আমরা কান দিব না ।
আমাদের যদি কোন বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের নিকটস্থ সুন্নাতের অনুসারী ভালো কোন আলেমের কাছে যাব ।
এখন হয়ত অনেকে বলতে পারেন এত মাজহাব মাজহাব কেন ? আমাদের প্রিয় নবী (সঃ) কোন মাজহাবের ছিলেন ? সাহাবারা কোন মাজহাবের ছিলেন ?
তাদের বলি মাজহাব কোন শরিয়াহ্ দলিল নয় , মাজহাব হোল শরিয়াহ্ দলিল গুলোর ব্যাখ্যা ।
আমি আমার মত বলতে পারি --- আমার আল-কোরআন বা হাদিস সমুহকে বিস্তারিত ভাবে জানার সুযোগ হয় নাই । আল-কোরআন সীমাহীন জ্ঞানে পরিপূর্ণ , কিন্তু এই জ্ঞান অর্জন করতে গেলে আমাকে এর উপযুক্ত হতে হবে । অন্যদিকে লক্ষ্য লক্ষ্য হাদিস রয়েছে , আমার জীবনে রসুল (সঃ) এর সুন্নত প্রতিষ্ঠা করতে গেলে আমাকে সেই সব হাদিস জানতে হবে , তার মর্মার্থ বুঝতে হবে , তার আগে আমাকে এই জ্ঞান আহরণের উপযুক্ত হতে হবে । এর পর বাস্তব জীবনে প্রয়োগ ।
ইত্যাদি ইত্যাদি । আমি নিজে যদি ইসলাম সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে যাই তাহলে আমাকে উপরিউক্ত প্রকৃয়ার মধ্য দিয়ে এগোতে হবে । তা না হলে গোমরাহ্ হওয়ার সম্ভবনা ১০০% ।
এখন আমার বর্তমান অবস্থা অনুযায়ী আমারপক্ষে কোন ভাবে এত এত গবেষণা করা সম্ভব না । কিন্তু আমাকে তো অবশ্যই সহি ইসলাম অনুযায়ী চলতে হবে ।
তাহলে এখন উপায় ?
উপায় একটাই !!! এই বিষয়ে যে বা যারা গবেষণা করেছেন তার কাছ থেকে জেনে নেওয়া ।
কে বা কারা এগুলো নিয়ে গবেষণা করেছেন ?
ইনাদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হলেন -----
১। ইমাম আজম আবু হানিফা (রঃ) ;
২। ইমাম আহমাদ ইবনে হাম্বল (রঃ) ;
৩। ইমাম শাফেয়ী (রঃ) ;
৪।
ইমাম মালেক ইবন আনাস (রঃ) ।
এখন আপনি ইনাদের যে কোন একজনের কাছ থেকে জেনে নিতে পারেন সহি ইসলাম মানার জন্য আপনাকে কি ভাবে চলতে হবে । আপনার এখানে যার মতামত ভালো লাগবে তিনার মতামত গ্রহন করতে পারেন । কিন্তু এখানে যার মতামত আপনি গ্রহন করবেন সব ক্ষেত্রেই তার বক্তব্য গ্রহন করতে হবে । কারন আপনি নিজে গবেষণা করেন নাই , অন্য একজন অভিজ্ঞ আলেমের গবেষণার ফল গ্রহন করছেন মাত্র সুতরাং এখানে নিজের মতামত প্রয়োগের কোন সুযোগ নেই ।
এই পোস্টটি আমার মত সাধারন মুসলমানদের জন্য যারা সহি ইসলাম অনুযায়ী চলতে চান । এখন কারো যদি মনে হয় যে তিনি ইনাদের থেকে বেশি জ্ঞানী হতে পারবেন বা কমপক্ষে ইনাদের মত হতে পারবেন তাহলে এই পোস্ট তিনার জন্য নয় । তাকে বলি আপনি চেষ্টা চালিয়ে যান , শুভকামনা রইল ।
পরিশেষে একটা কথা অবশ্যই মনে রাখবেন মাজহাব ইসলামকে বিভিন্ন ধারায় ভাগ করেনি । কারন মাজহাব কোন নতুন ধর্ম,মতবাদ বা কোরআন সুন্নাহ বহির্ভূত ব্যক্তি বিশেষের নিজস্ব মতের নাম নয়, বরং মাজহাব হল কোরআন, সুন্নাহ,ইজমা ও কেয়াসের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় সমস্যার প্রদত্ত সমাধান যা এবিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ প্রদান করেছেন।
মাজহাব হল , কোরআন -সুন্নাহর তে অঅস্পষ্ট আয়াতও হাদীস গুলোর ব্যাখ্যা মাত্র । কোন ইমাম ই রাসুলের কথার বাহিরে এক কদম ও দেননি । যেহেতু চার মাজহাবই ইসলামের মুল ৪ টি ভিত্তি তথা কোরআন ,সুন্নাহ, ইজমা, ও কিয়াসের আলোকে প্রণীত । অতএব মাজহাব মানার মানেই হল রাসুলের পথ মেনে চলা ।
মাজহাব সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন ।
Click This Link
মাজহাব গুলোর মধ্যকার সম্পর্ক জানতে youtube এ গিয়ে নিচের বয়ানটি শুনে আসতে পারেন ।
Allama Nurul Islam Olipuri - Importance of following a Mazhab Part 02 ----------- https://www.youtube.com/watch?v=7PFQscEcxYQ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।