1.
বাংলাদেশে বিনোদনের জন্য
সবচেয়ে ভাল পেজ "বাশেরকেল্লা"।
দুনিয়ার যত আজগুবি খবর পাবেন সব
বাশের্কেল্লায়। মাঝে মাঝে আবার
কোরআনের আয়াত ও দেয়। এরপর
আবার শুরু মিথ্যার ফুল্ঝুরি। ঐ
পেজে কমেন্ট করে আপনি আবার
আস্তিক নাস্তিকের সার্টিফিকেট ও
পেতে পারেন।
তাদের
বিরুদ্ধে কথা বললে গালি শুনবেন
নিশ্চিত ভাবে। তারপর ও
তারা আস্তিক, তারা ঈমানদার,
তারা শহীদ।
সারাদিন তারা শহীদের পোষ্ট দেয়।
আজ অমুক জায়গায় অমুক শহীদ
হয়েছে। কিন্তু একবার ও শুনলাম না,
তাদের একজন এডমিন শহীদ হতে।
2
মোল্লার ফাঁসির পর একটা গুজব ছড়ানো হল ...
এই মোল্লা সেই মোল্লা নয় ।
কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জাতীয় পরিষদে
মোল্লা কে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের
একনিষ্ঠ সমর্থক বলে মন্তব্য করলো
এবং তার মৃত্যুদণ্ডে নিন্দা প্রস্তাব পাস করলো ।
সহজ সরল হিসাব
এই মোল্লা কসাই কাদের
তার জন্য আর বিশদ প্রমান দেওয়ার প্রয়োজন নাই ...
পাকিস্তানিরাই প্রমান করলো ।
মিথ্যা প্রচারণা চালানো পেজ গুলো বর্জন করুন ...............। ।
----------- নামে নয়, কাজে পরিচয়। মওদুদীর জামাত কোন মূখে মুসলমান দাবি করে?!
মহানবী (দ.) বলেছেনঃ যার মুখ ও হাতের অনিষ্ট থেকে লোকজন নিরাপদ থাকে সেই মুসলমান এবং যার নির্যাতন থেকে মানুষ নিরাপদ থাকে তাকে মুমিন বলে। '
শিবির ক্যাডাররা যেভাবে মানুষের উপর নির্যাতন করতেছে,অপর মুসলমানকে হত্যা করতেছে,মুসলমানের ঘর জ্বালিয়ে দিচ্ছে তাঁরা কিভাবে মুসলমান হবে.
3. মুসলমানগন সব সময় ছিলেন বিজয়ী | অল্প সংখ্যক মুসলমান ও বিশাল সংখ্যক কাফিরদের উপর বিজয়ী হয়েছেন | কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন | বর্তমানে মুসলমানগন সবচাইতে সংখ্যাগরিষ্ঠ | কিন্তু তারপরও মুসলমানগন সাড়া পৃথিবীতে নিপিড়িত হচ্ছে !!
এর কারন কি ??
এর কারন হচ্ছে পূর্বে মুসলমানদের যে ঈমানী শক্তি ছিলো তা কৌশলে কাফির - মুশরিকরা দুর্বল করে দিয়েছে!
বর্তমানে মুসলমানগন কয়েকটি ফিৎনা থেকে যদি বেঁচে থাকতে পারে তবে হারানো শক্তি ফিরে পাওয়া সহজ হবে |
যে সকল ফিৎনা থেকে মুসলমানদের বেঁচে থাকা দরকার --
→ ছবির ফিৎনা ! কারন ছবি মানুষকে রহমত শূন্য করে দেয় |
আর রহমত শূন্য হলে গায়েবী সাহায্য আসে না |
→ বেপর্দার ফিৎনা | বেপর্দা হলে তার প্রতি লা'নত নাজিল হয় !
→ গনতন্ত্রের ফেৎনা ! গনতন্ত্র কাফের দের অনুগত্য মানতে বাধ্য করে | ঈমান আমল নষ্ট করে দেয় |
→ কাফির- মুশরিকদের অনুসরনের ফিৎনা ! কাফের-মুশরিকদের অনুসরন করলে নিজেদের ইসলামী ঐতিহ্য বিলুপ্ত হয় আর মুসলমান হয়েও কাফেরদের দাসত্ব করতে হয় |
এছাড়া আরো কিছু বিষয় আছে, তবে উপরোক্ত বিষয়গুলো মূল | আমাদের সকলের উচিত এই ফিৎনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রান চেষ্টা করা !
আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন !
আমীন !!
5অনেকেই ভাবে পাকিস্তানের বিরোধিতা মানে ভারত সাপোর্ট , না আপনি কঠিন ভুলে আছেন , ৭১ এ ভারত আমাদের পাশে ছিল , অস্র , ট্রেনিং এবং তাদের আর্মির সাপোর্ট আমরা পেয়েছি । তাদের পাঁচ লক্ষ সৈন্যর অংশগ্রহণ ছিল এবং তেত্রিশ হাজার সৈন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে । অ্যামেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিলার কুটচাল নস্যাৎ এবং রাজাকার এর বিচারে তারা আমাদের সাপোর্ট করেছে ।
তাই তাদের কাছে অবশ্যই এই বিষয়ে আমরা কৃতজ্ঞ এবং একটা উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে আছে । কিন্তু টিপাই , ফালানি হত্যা , কোন কিছুই ভুলিনি ।
আগে ত্রিশ লক্ষ মানুষ , দুই লক্ষ নারীর সম্মান , ও ২৩৫ জন বুদ্ধিজীবী হত্যার বিচার করি । জামাত শিবির ও তাদের সমমনা পাকিস্তান পন্থী রাজনৈতিকদলগুলী যারা বাংলাদেশ হওয়াটাই স্বীকার করে না তাদের জঘন্য মিথ্যাচার এবং পাকিস্তান প্রীতি থেকে দেশটা কে মুক্ত করি, তার পরে ভারতের কাছে তাদের অন্যায়ের হিসাব চাইব ।
আগে অক্সিজেনে মিশে থাকা বিষ মুক্ত করে অস্তিত্ব রক্ষা করি , তার পরে শরীরের বিষফোড়া এক এক করে কেটে ফেলে দেব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।