আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে শেখ হাসিনা, খালেদা বেগম, পিন্টু, শামীম ওসমানরা আমাদের নেতা হলো?

ইকোনোমিস্ট

কারণ একটা: তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবের বেকুবী ও অদুরদর্শিতা আমাদের মাথার উপর এসব দৈত্যদের স্হাপন করেছে। যুদ্ধ করেছিলেন যাঁরা তাঁরাই চিলেন বুদ্ধিমান ও দেশ-প্রেমিক; তাঁদের একাংশকে রাস্তায় ফেলে দিয়ে, আরেক অংশকে ক্যান্টনমেন্ট ও বর্ডারে পাঠালে রাস্ট্র কে চালবে, গাজী গোলাম মোস্তফা, মিজানুর রহমানরা? মুক্তিযোদ্ধারা যদি রাস্তায় রাস্তায় ঘুরে, বর্ডার পাহারা দেয়, শেখ সাহেব আক্রান্ত হলে উনাকে কে রক্ষা করবে, তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল হক মণি? আিয়ুব খানের অফিসারেরা যদি ৯ মাস যুদ্ধ করার পর, দেশ চালনোতে অংশ না পায়, তারা কি সন্তুস্ট থাকবে, যেখানে যদু মধু সবাই মন্ত্রী মিনিস্টার হচ্ছে? মেজর জিয়া, মেজর রফিক, কর্ণেল শফি উল্লাহ, ক্যাপটেন মাহফুক কি সবচেয়ে যোগ্য মিনিস্টার হতো না? যাক, শেখ সাহেব উনার 'কলা গাছ' দিয়ে দেশ চালাতে চেয়েছিলেন, হাতী ঢুকলে কলা বাগান থাকে না; তাই ঘটেছে। শেখ সাহেব নিজের পার্টিটাকেও সঠিভাবে চালনা করেননি। সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি পার্টিটাকে নিজের সংসারের মত চালায়েছেন: কোন গণতান্ত্রিক নিয়ম তিনি অনুসরণ করেননি: স্বাধীনটার পর, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হওয়ার পরও আওয়ামী লীগের প্রধানের পদটা ছেড়ে দেননি: এটা যেভাবে ক্ষোভের সৃস্টি করেছে, তেমনি আওয়ামী লীগকে দুর্বল করেছে, নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। উনি টের পাননি যে, উনার বিরুদ্ধে উনার পার্টির লোকেরা ষরযন্ত্র করছে, এতে করে বাহিরের শত্রু উনার ঘরে ঢুকবে: উনার মৃত্যুর পর, উনার পার্টি ৪ ভাগে ভাগ হলো, একটা শিয়ালও অস্ত্র ধরলো না উনার জন্য। সেদিন যদি নুক্তিযোদ্ধারা সরকারে ও সব যায়গায় ক্ষমতায় থাকতো, জিয়া বা কেহ শেখ সাহেবকে হত্যা করার সাহস করতো না; করলে কেহ এ পৃথিবীটে থাকতে পারতো না একদিনও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.