আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে ককটেল বিষ্ফোরণ, আহত ৬

বগুড়ায় গণজাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচিতে ককটেল বিষ্ফোরণের ঘটণা ঘটেছে। এতে পুলিশ ও গণজাগরণ মঞ্চের তিন সদস্যসহ মোট ছয় জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটণা ঘটে।

জানা গেছে, ঢাকায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশের হামলা, বগুড়ায় গণজাগরণ মঞ্চের সংগঠককে হত্যা ও দেশব্যাপী জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আজ বেলা ১১ টায় শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বগুড়া গণজাগরণ মঞ্চ। এ উপলক্ষে সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ১০ টা থেকে সাতমাথায় গনজাগরন মঞ্চের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। বেলা ১১ টার দিকে হঠাৎ করে ওই এলাকায় বিকট শব্দে পর পর ৬ টি ককটেল বিস্ফোরন ঘটে। ককটেল বিষ্ফোরণের শব্দ পেয়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মুহুর্তের মধ্যে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। ককটেলের স্পিলিণ্টারের আঘাতে পুলিশের এসআই সাইফুল ইসলাম, কনস্টেবল রশিদ, গণজাগরণ মঞ্চের  আহবায়ক মাসুদার  রহমান হেলাল, সদস্য অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, অ্যাড. দুলাল কুন্ডু এবং ফটোসাংবাদিক রানা পশারী  আহত হন।

পরে কড়া পুলিশী প্রহরায় মানববন্ধন কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের সদস্য জে এম রউফ দাবী করেছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের মানববন্ধন কর্মসূচি পণ্ড করতে ককটেল হামলা চালিয়েছে। তবে ছাত্র শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেছেন, গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে ককটেল হামলার সাথে শিবিরের কেউ জড়িত নেই।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.