যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ সুদানে আমেরিকান নাগরিকদের উদ্ধার অভিযানে গেলে তাদের বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “নাগরিকদের উদ্ধারের উদ্দেশ্যে যাওয়ার পথে নিচ থেকে গুলি আসতে থাকায় বিমান গতিপথ পাল্টে দেশটির বাইরে একটি বিমানবন্দরের দিকে যায়। ”
উগান্ডার এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দক্ষিণ সুদানের জংলি প্রদেশে মার্কিন সেনাবাহিনীর বিমানে হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
“কয়েকটি আমেরিকান বিমান লোকজনকে উদ্ধার করতে গেলে সেগুলোর দিকে গুলি ছোড়া হয়। ”
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জংলি প্রদেশের প্রশাসনিক কেন্দ্র বোর অভিমুখী দুটি মার্কিন বিমানে বিদ্রোহী সেনারা গুলি ছুড়েছে।
এতে তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির গত সপ্তাহে তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেইক ম্যাকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তোলেন।
এরপর ম্যাকারের জাতিগত দল নুয়ের সঙ্গে প্রেসিডেন্ট কিরের জাতিগত দল দিনকার মধ্যে সহিংসতা শুরু হয়। সহিংসতায় ৫শ’র বেশি মানুষ নিহত হওয়ার খবর এসেছে।
ম্যাকারের অনুসারীরা বুধবার গুরুত্বপূর্ণ বোর শহর দখল করে নেয়।
২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার আগে সুদানে ২২ বছরের গৃহযুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।