এর আগে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ ও উয়েফা সুপার কাপ জিতে পেপ গার্দিওয়ার দল।
সেমি-ফাইনালে ব্রাজিল তারকা রোনালদিনিওর আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চমক দেখিয়েছিল স্বাগতিক ক্লাবটি। কিন্তু ফাইনালে বায়ার্নের জয় অনুমিতই ছিল।
মরক্কোর মারাকাশে শনিবার রাতে প্রথমার্ধে ব্রাজিলের ডিফেন্ডার দান্তে ও তিয়াগো আলকানতারার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জার্মান চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধে কাসাব্লাঙ্কা কয়েকটি আক্রমণ শানালেও গোল পায়নি ফরোয়ার্ডরা। হালকা মেজাজে খেলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ উচিয়ে ধরে বায়ার্ন ফুটবলারা।
অবশ্য কোচ পেপ গার্দিওয়ার এটি তৃতীয় শিরোপা। এর আগে বার্সেলোনার হয়ে দুইবার ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।