ঢাকার উত্তরায় বসিয়া দপ্তর করিবার সিদ্ধান্ত লইয়াছেন জাবি উপাচার্য্ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিমারীর কারণ দেখাইয়া ২০ নভেম্বর হইতে ২০ ডিসেম্বর অবধি বিরাম লইয়াছিলেন। শনিবার তিনি পুনরায় ভিসি পদে ফিরিয়া আসেন। অতঃপর তিনি ৮৯ নং গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরায় বসিয়া দপ্তর করিবেন বলিয়া খবরে প্রকাশ।
তাহার বিরোধীগনের প্রতি উষ্মা প্রকাশ করিয়া ড.মো.আ.হো. কহেন, যে আন্দোলনকারীরা আমার বাসভবন ও প্রশাসনিক ভবন অবরুদ্ধ করিয়া বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ অশান্ত করিয়াছে তাহাদের চাকুরিই থাকিবে না। ইহা ছাড়া ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, জাকসু ও উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হইবে বলিয়াও তিনি জানান।
জাবি ভিসির কান্ডকারখানায় অবশ্য আশ্চর্য্ হইবার কিছু দেখিতেছি না। আওয়ামীদিগের আমলে প্রায় পাঁচ বৎসরকাল ভিন্নদেশের সাউথব্লকে অবস্থিত দপ্তরের মাধ্যমে যদি বাংলাদেশ পরিচালিত হইতে পারে তাহা হইলে জাবি কী দোষ করিল?
তাহা ছাড়া আওয়ামীদিগের আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন যদি প্রতিদ্বন্দিবিহীন, ভোটবিহীন, ভোটারবিহীন হইতে পারে, তাহা হইলে ভিসির বিরুদ্ধে আন্দোলনকারীদিগকে চাকুরীচ্যুত করিবার পর একই আদলে জাবির সিনেট, জাকসু এবং উপাচার্য্ নির্বাচনের ব্যবস্থা করিলে কোন মহাভারত অশুদ্ধ হইবে?
সহস্র হউক উহারা তো একই গোয়ালের গরু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।