আমাদের কথা খুঁজে নিন

   

নয়াপল্টনে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও সতর্ক অবস্থান নিয়েছেন। দেশে অস্থিতিশীলতা তৈরি করতে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানো হতে পারে-গোয়েন্দা সংস্থাগুলোর এমন সতর্কবার্তার পর এরকম সতর্ক অবস্থানে নিরাপত্তা সংস্থা গুলো।

উত্তেজনা-লেশহীন অবরোধ কর্মসূচি চলাকালে রোববার সকালেও ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় কিংবা বিজয় নগর এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের একগুঁয়ে ভাব লক্ষ্য করা যায়। কিন্তু রোববার বিকেলে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানো হতে পারে মর্মে সতর্কবার্তা পাওয়ার পর নড়েচড়ে বসেছেন এই এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা।

মাঠপর্যায়ে দায়িত্বরত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যদের ‍ যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হাতে প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিন সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ফকিরাপুল, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও বিজয় নগর এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, এই এলাকায় চলাচলকারী প্রত্যেকটি যানবাহন এমনকি সন্দেহভাজন ব্যক্তির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন কর্মকর্তারা। সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, রিকশা প্রভৃতি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি থেকে বাদ যাচ্ছে না সন্দেহভাজন পথচারীও।

তবে, সোমবার সকালেও নয়াপল্টনের কার্যালয় বা এর আশপাশের এলাকায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা বা কোনো কর্মীকে দেখা যায়। অবশ্য, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বিএনপি কার্যালয় ও নয়াপল্টনের আশপাশ থেকে এখানকার পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংবাদ পাঠাচ্ছেন মুহূর্তে মুহূর্তে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।