আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচাইতে বড় তাঁবু



আসেন দেখি দুনিয়ার সবচাইতে বড় তাবুর ছবি দেখতে কেমন, ওটা কোথায় ওটার সাইজই বা কিরকম!।
সর্বশেষ তথ্য অনুযায়ী দুনিয়ার সবচাইতে বড় তাবুটা আছে কাজাখস্তানের রাজধানী আস্তানাতে।


তাবুটা একটা ১৫০ মিটার উঁচু পোলের চারপাশে তারের জালের উপর বিছানো।
ভিতরের মোট এরিয়া ১৪০,০০০ বর্গ মিটার যা কিনা দশটা ফুটবল স্টেডিয়ামের চাইতেও বড়! ছবি দেখুন:





















এর উপরের অংশ অনেকখানিই স্বচ্ছ যাতে সুর্যের আলো সহজে আসে আর এটাতে ভিতরে গরম রাখা বা ঠান্ডা রাখা দুটোরই ব্যাবস্হা আছে। ভিতরের তাপমাত্র সবসময়ই ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড থেকে ৩৫ ডিগ্রী সেন্টিগ্রেড রাখা হয় যেখানে বাইরের তাপ মাত্রা -৩৫ ডিগ্রী সে. থেকে ৩৫ ডিগ্রী সে. এর মধ্যে উঠানামা করে!

এবার গল্প : একবার সেখানে আগুন লাগে, তো আমার ভাগ্নেটা অনেক কসরৎ করে ভিতরে ঢুকে দুজনকে বের করে আনে, কিন্তু ভাগ্নেকে জেলে পাঠানো হয়! কেন বলুনতো?

সুত্র: Click This Link



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।