আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
বিয়ের পর শাশুর-শাশুড়ীকে ও বাবা-মা ডাকতে হয়, বাবা-মার মত শ্রদ্ধা করতে হয়।
*************************************************************
আমাদের মুসলিম সমাজে বিয়ের পর নববধুটি তার শাশুর-শাশুড়ীকে বাবা-মা বলে ডাকে। নিজের বাবা-মায়ের মত শাশুর-শাশুড়ীকে শ্রদ্ধা করে। ঠিক তেমনি ছেলেরা ও বিয়ের পর শাশুর-শাশুড়ীকে বাবা-মা বলে ডাকে। কেউবা লজ্বা পেয়ে কিছুই ডাকে না।
একটা মেয়ে যদি তার স্বামীর বাবা-মাকে বাবা-মা ডাকতে পারে তাহলে একটি ছেলে কেন তার শাশুর-শাশুড়ীকে বাবা-মা ডাকতে পারবে না? আধুনিক সমাজের শিক্ষিত ছেলে-মেয়েরা আজকাল শাশুর-শাশুড়ীকে খুব একটা শ্রদ্ধা করে না। বউরা শুধু তাদের স্বামী নিয়ে আলাদা থাকতে চায়। কিন্তু তার স্বামীকে যিনি লালন-পালন করেছেন তার কথা ভুলে যান। কোন একসময় তিনিও সন্তানের মা হবেন। শাশুর-শাশুড়ীকে অবহেলার কারনে একসময় তিনিও অবহেলার শিকার হবেন।
তাই বলছিলাম কি নিজের বাবা-মাকে শ্রদ্ধা করুন। তাদেরকে বাবা-মা বলে ডাকুন। বউ বা স্বামীর বাবা-মাকেও বাবা-মা বলে ডাকুন। তাতে করে তারা খুশী হয়ে বেশী বেশী দু'আ করবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।