i want transparent bangladesh n good politics. ব্লগ এ লিখি না অনেকদিন, গুছিয়ে লিখতে পারি না বলে.... কিন্তু কেন জানি আজ কী্-বোর্ড এ হাত চলে গেল কিছু লিখব বলে, আজ ১৬ই জুন "বাবা দিবস" আমি আমার বাবাকে প্রতি দিন প্রতি মুহরত মনে করি, শত ইচ্ছা থাকলেও কোন বার্তা তার কাছে পৌছাতে পারিনা। আমার মত আনকেই আছেন, যাদের বাবা বেচে নাই, তাদের আনুভুতি আর আমার আনুভুতি মনে হয় এক হবে আজ.. প্রতিদিন নিয়ম করে না হলেও,কোন না কোন কাজ এর মাঝে বাবা"কে মনে পড়ে.. স্মৃতির পর্দায় আবছা উঁকি দেয় মায়া ভরা সেই মুখ-- এখন আমি প্রতিদিন নিজের মাঝেই বাবাকে আবিষ্কার করি , যখন আমার ছেলেকে কেউ বলে ও খুব বেশি রকম ওর বাবার মতন.. তখন !! যখন_ আমি সারা দিন পর কর্মস্থল থেকে বাসায় ফিরলে ও জায়গা করে নেয় আমার কোলে,তখন.. তারপর হাত দিয়ে দেখিয়ে দেয় ঘরের বাইরে নিয়ে যেতে, ক্লান্ত থাকা সত্বেও যখন পরম আনন্দে মেনে নেই ওর আব্দার..তখন ! বাবা মানে আপনজন, বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ। আমার ছেলে আমাকে মনে করিয়ে দেয় প্রতিটা আব্দারে, প্রতিটা ক্ষন.. Some things are just better the way they are like you! Happy Father’s Day!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।