আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আমি সাধারণত সফটওয়্যার এর উপর টিউন করি। কিন্তু এখন একটু আলাদা রকম টিউন করবো।
আজ আমি আপনাদের সামনে কিছু সাধারণ জ্ঞান শেয়ার করবো। আপনাদের কারও কারও জানা থাকতে পারে। জানা থাকলে মিলিয়ে নিবেন। তো শুরু করা যাক>>>
আপনি জানেন কি????
১। আমেরিকান রাইটার Ernest Vincent Wright একটা নভেল লেখেন যেখানে কোথাও E(বর্ণ) নেই।
নভেলটির নাম Gadsby (১৯৩৭)। এই নভেলটিতে পেজ সংখ্যা ২৬৭, এবং শব্দ সংখ্যা ৫০,০০০(প্রায়)।
২। পৃথিবীর সবচেয়ে অলস প্রাণীটির নাম ইলেকমি প্লেনিপস। এটি বাস করে ক্যালিফোর্নিয়ায়।
এটি প্রায় ৩ সেন্টি মিটার লম্বা। এর পা সংখ্যা প্রায় ৭৫০ টি।
৩। লক্ষ্য করুন Queueing এমন একটি ইংলিশ শব্দ যেখানে পরপর ৫টা Vowel রয়েছে।
৪।
একই বর্ণের পূনরাবৃত্তি না করে ইংলিশ এ সবচেয়ে বড় শব্দ Uncopyrightable.
৫। Education এমন একটি ইংলিশ শব্দ যেখানে সব গুলো Vowel(a,e,i,o,u)ই একসাথে উপস্থিত।
আমাকে ক্ষমা করবেন যদি আমার কোন ভুল হয়।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ্ হাফেজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।