উইন্ডোজ চালিত পিসি ধীর গতির হওয়ার অন্যতম কারণ হার্ডডিস্কের অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল। এগুলো পিসি বার হ্যাং হওয়ার জন্যও দায়ী। নোটপ্যাডের সাহায্যে এগুলো ডিলিট করা যায়। এজন্য প্রথমে স্টার্টমেন্যু থেকে NotePad ওপেন করতে হবে। নিচের কোডগুলো মার্ক করে কপি পেস্ট অথবা হুবহু টাইপ করে দিতে হবে। cd
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR /S /Q %TEMP%
CD C:WINDOWSTEMP
RMDIR /S /Q C:WINDOWSTEMP
CD C:WINDOWSPrefetch
RMDIR /S /Q C:WINDOWSPrefetch
CD %TEMP%
CD..
CD..
CD Recent
Del /s /q *.* এবার নোটপ্যাড ফাইলটি সেভ করার জন্য Ctrl+S চাপতে হবে। নতুন কোনো নাম দিয়ে .bat লিখে ফাইলটি সেভ করতে হবে। এবার ফাইল তৈরি করা ব্যাট ফাইলে ডাবল ক্লিক করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।