আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিপুরার দুই সন্ত্রাসীকে ফেরত দিল বিজিবি

দীর্ঘ ১২ বছর বাংলাদেশ জেলে কাটানোর পর দুই সন্ত্রাসীকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ। গতকাল সোমবার বিকেলের দিকে ন্যাশনার লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলইফটি)-র দুই সন্ত্রাসীকে ত্রিপুরা-বাংলাদেশি সীমান্তের বিলুনিয়া চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আজ মঙ্গলবার একথা জানিয়ে বিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়, বৈদ্য দেববর্মা এবং বুধুলিয়া জামাতিয়া নামে এই দুই এনএলএফটির বয়স ৩৮ থেকে ৪০-এর মধ্যে। ওই দুই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে ১৯৯৭ সালে তারা সন্ত্রাসী গ্রুপে যোগদান করে। একসময় অস্ত্র প্রশিক্ষণের জন্য বাংলাদেশেও যায় বলে দুই সন্ত্রাসী পুলিশের কাছে স্বীকার করেছে।

পরে নিজেদের কৃতকর্মের ভুল বুঝতে পেরে ২০০১ সালে তারা বাংলাদেশ শিবির থেকে ভারতে পালানোর ছক কষে। পরে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের সময়ই ওই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে বিজিবি। এরপর নিয়ম অনুযায়ী তাদের জেল হয়। গ্রেফতারকৃতদের জেরা করে জানা যায়, বাংলাদেশের প্রশিক্ষণ শিবির থেকে অনেক সন্ত্রাসীই গা ঢাকা দিয়েছে নয়তো সেদেশের জেলে বন্দী অবস্থায় আছেন।

উল্লেখ্য, এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এই দুই সন্ত্রাসী গোষ্ঠীকেই ভারত সরকার নিষদ্ধি করার পর থেকেই ওই দুই গোষ্ঠী উত্তরপূর্ব ভারতের অন্য সন্ত্রাসী গোষ্ঠীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে তাদের ঘাঁটি গড়ে।

ভারত থেকে পৃথক ত্রিপুরা রাজ্যের দাবিতে বেশ কয়েকবছর ধরেই তারা বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।