আমাদের কথা খুঁজে নিন

   

কার বাপের সাধ্য আছে যে, আপনার প্রয়োজনীয়/গোপনীয় ফাইল কপি/চুরি করে পেনড্রাইভে নিবে? (Usb Write Protector মাত্র ৫০০কেবি ওজনের পোর্টেবল সফটওয়্যার)

বিসমিল্লাহীর রহমানির রাহীম
আমাদের কম্পিউটারগুলোতে কিন্তু প্রায় সকলেরই কিছু না কিছু প্রয়োজনীয়/গোপনীয় ফাইল থাকে থাকে। আমরা চাই এই প্রয়োজনীয়/গোপন ফাইলগুলো যেন কেউ কপি/চুরি করতে না পারে। আর এই ফাইল গুলোকে নিজেরমত করে পার্সোনালি সংরক্ষণ করার জন্য কিন্তু অনেক ধরনের সফটওয়্যারই আছে। তবে আমি মনে করি USB পোর্টকে যদি লক করে রাখা যায়, তাহলে এর কিছুটা সমাধান পাওয়া যেতে পারে। কারণ USB পোর্ট লক করে রাখতে পারলে সাধারণত কোন পেনড্রাইভ পিসিতে সাপোর্ট করে না।

USB পোর্টকে লক করতে সাধারণত সফটওয়্যার লাগে না। কিন্তু সফটওয়্যার ছাড়া লক করাটা অনেক ঝামেলার। আর আমরা সবাইতো আর এক্সপার্ট না। তাই আমার ক্ষুদ্র জ্ঞান সফটওয়্যারকেই সমর্থন করে। এছাড়াও যে সফটওয়্যারটি শেয়ার করব তার ওজন মাত্র আধা মেগাবাইট বা ৫০০ কেবি।

নাম হচ্ছে Usb Write Protector. বলে রাখা ভালো যে, এটি একটি পোর্টেবল সফটওয়্যার। আর পোর্টএ্যাবল সফট মানেতো বুঝেনই। এক কথায় কোন সেটআপের ঝামেলা নাই! যাক আর কথা বাড়িয়ে লাভ নাই। যদি মনে করেন আপনার এটি প্রয়োজন আছে তাহলে ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন…
http://uploadboy.com/sc0vbvctrep5.html
একটি ছবিসহ ব্যবহার করার নিয়ম বললাম-
১।

প্রথমে ডাউনলোড হওয়া জিপ ফোল্ডারটাকে আনজিপ করুন।
২। তারপর Usb Write Protect নামক সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
৩। এখন নিচের মত একটি চিত্র আসবে-

৪।

এখন যদি USB পোর্ট লক করতে চান, তাহলে USB Write Protection ON এ ক্লিক করে Close এর ক্লিক করুন। এখন আপনার USB পোর্টে কোন পেনপড্রাইভ সাপোর্ট করবে না।
৫। আর যদি USB পোর্ট আনলক করতে চান, তাহলে USB Write Protection OFF এ ক্লিক করে Close এর ক্লিক করুন। এখন আপনার USB পোর্টে পেনপড্রাইভ সাপোর্ট করবে।


ব্যাস এই পর্যন্ত কাজ। এখন শুধু উপভোগের পালা। আশা করি এই পোষ্টটি আপনাদের কাজে লাগবে ইনশআল্লাহ।
ভূলত্রূটিতো আমারও হতেই পারে মাফ করে দিয়েন............।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।