আমাদের কথা খুঁজে নিন

   

'দক্ষিণ সুদানে সহিংসতায় নিহত সহস্রাধিক'

সপ্তাব্যাপী সহিংসতায় দক্ষিণ সুদানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সমন্বয়ক টবি ল্যাঞ্জার।

দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের বেনতিউয়ে অবস্থান করা ল্যাঞ্জার বলেন,'গত সপ্তাহটি দক্ষিণ সুদানের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক ছিল।'

বিবিসি’র ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি মনে করি এই পরিস্থিতিতে এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে, এখানে কয়েক হাজার লোক প্রাণ হারিয়েছেন।'

তিনি আরও বলেন,'সহিংসতার কারণে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা লাখ খানেক না হলেও এর কাছাকাছি হবে।'

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই বলেছেন, 'সেখানে দিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর বেসামরিক লোকদের মাঝে প্রচণ্ড ভয় কাজ করছে, শুধুমাত্র তাদের নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতেই তাদের খুন করা হতে পারে বলে শঙ্কিত হয়ে আছেন তারা।'

জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে চলমান অস্থিরতার কারণে অন্তত ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অর্ধেকের মতো জাতিসংঘের কাছে আশ্রয়প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে মোতায়েন শান্তিরক্ষীর সংখ্যা ৭ হাজার থেকে বাড়িয়ে সাড়ে বারো হাজার এবং আন্তর্জাতিক পুলিশ বাহিনীর সংখ্যা ৯শ’ থেকে বাড়িয়ে এক হাজার ৩শ’ ২৩ জন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.