আমাদের কথা খুঁজে নিন

   

সুস্থ হয়ে উঠছেন সাদেক বাচ্চু

তবে তার শারীরিক অবস্থা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তাকে আরও ৭২ ঘণ্টা আইসিইউতে রাখারই সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
অসুস্থ অভিনেতার ভাগ্নি অন্তরা গ্লিটজকে এ খবর নিশ্চিত করেছেন।
অন্তরা বলেন, “মামার অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। মঙ্গলবারের তুলনায় বুধবার তিনি একটু বেশি হাত নাড়াতে পারছেন। কথার জড়তা কেটেছে।

চিকিৎসকরা আরও ৭২ ঘণ্টা সময় নিয়েছেন। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা সে অপেক্ষাতেই আছি। ”
এর আগে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সাদেক বাচ্চুকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাক হয়েছে তার।

এরপর তাদের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
সাদেক বাচ্চু হাসপাতালের কার্ডিওলজিস্ট মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
১৯৮৫ সালে  শহীদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।

এতে তিনি নার্গিসের বিপরীতে অভিনয় করেন। তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অসুস্থ হওয়ার আগে তিনি এম.কে. জামানের ‘বল না কোথায় তুমি’ ও মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ সিনেমা দুটির শুটিং করছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।