আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরস্নাত গোলাপের গন্ধ দাও__আমি অন্ধ হয়ে তোমার সৌন্দর্য অবলোকন করি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শিশিরস্নাত গোলাপের গন্ধ দাও__আমি অন্ধ হয়ে তোমার সৌন্দর্য অবলোকন করি
। ।

শাফিক আফতাব । ।

এমন নিপুণ শিল্প আমি জীবনে দেখি নাই !
এমন গঠন জীবনে দেখি নাই !
ভালোবাসার এমন সূত্র দেখি নাই কোথাও __
তুমি ভালোবাসা শেখালে, ঋদ্ধ করলে আরও !!

ভালোবাসা হৃদয়ে থাকে । ভাবতাম ।
অমা ! অবাক কাণ্ড !! এখন দেখি__ভালোবাসা আলোর বিচ্ছূরণের মতোন,
বস্তু থেকে আলো নিগর্ত হলেই আমরা যেমন দেখতে পাই ।


তেমনি প্রিয়ার দেহ দেখলেই__কামনার উন্মেষ হয়__ভালোবাসা জাগে।
প্রিয়ার দেহ থেকে আলো বিচ্ছূরিত হয় বলেই আমাদের চোখের প্রিজমে ভালোবাসা সৌন্দর্য।

তাহলে ভালোবাসা থাকে দেহে ?
তাহলে দেহ হয়ে ভালোবাসা হৃদয়ে ঢোকে ?
তাই তো বলি__সৌন্দর্য়ের এত কেনো কদর, মনে, হৃদয়ে, শিল্পে !!

প্রিয়তমা, তোমার গঠন মুগ্ধ করেছে আমায়
তোমার নিপুণ বুনন আমাকে বন্য করেছে
তোমার ভালোবাসা আমাকে সুন্দর হতে শিখিয়েছে।
এসো শিশিরস্নাত গোলাপের গন্ধ দাও__আমি অন্ধ হয়ে তোমার সৌন্দর্য অবলোকন করি।
২৬.১২.২০১৩


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।