আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ শিশিরস্নাত শিঊলি

হইতো তুমি নিজেকে মেলে দিয়েছিলে পুষ্পের মত, আমি প্রজাপতির মত পাখা ঝাপটাইনি, হয়তো ভ্রমরের মত বিষ আহরণ করেছিলাম, ভুল করেছিলাম। স্নিগ্ধ সকালে তুমি হয়ত ছিলে, সদ্য পতিত শিউলি ফুলের মত মায়াবী,শুভ্র আর স্বপ্নিল। আমি স্পর্শ করিনি, ভুল করিনি। কারন আমি যে জানতাম, আমি স্বপ্ন দেখছি শিউলি ফুলের ঘ্রান হয়ত আমার স্বপ্নে এসেছিল। আমি স্পর্শ করতেই যে হারিয়ে গেল। আজ তোমার জীবন এ সূর্য উঠেছে , স্নিগ্ধ ভোর এর সমাপ্তি ঘটছে । তুমি আজ চুপসে গিয়েছ, হারিয়ে গেছ, উদয়মান সূর্যে মিইয়ে যাওয়া শিউলি ফুল। ..................আমার ভালবাসার শিউলি ফুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।