আমাদের কথা খুঁজে নিন

   

মানুষগুলো ভালোবাসার ভাষায় মাখবে শিশিরস্নাত গোলাপের সৌরভ,// শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

দুর্দিন যদি কোনোদিন শেষ হয়, মানুষগুলো যদি মানবতার জলে কোনোদিন স্নাত হয়,
যদি কোনোদিন তুমি ভুল বুঝে সাবলীল করো ভালোবাসার ভাষা __
যদি কোনোদিন মানুষে মানুষে, ভূগোলের সীমারেখায় হৃদয়ে হৃদয়ে হয় অন্বয়,
যদি কোনোদিন আমি পাই তোমার শিশিরস্নাত নান্দনিক ভালোবাসা।

অপেক্ষায় বসে থাকি, কাতর মনটাকে কত করে বোঝাই, একদিন সুদিন আসবে,
মানুষগুলো ভালোবাসার ভাষায় মাখবে শিশিরস্নাত গোলাপের সৌরভ,
মানুষগুলো হালাল খেয়ে আত্মাটাকে বড় পবিত্র করবে __
সততা, ন্যায় আর পবিত্রাই হবে মানুষের একমাত্র বিত্ত বৈভব।



অপেক্ষায় থেকে থেকে মেয়াদোতীর্ণ ওষুধের মতোন বিষ হতে চলেছে আমার মন্ত্র
মানুষের ভালোবাসার ভাষায় তবু আসছেনা ঝর্ণার ঝুমঝুম ধ্বনিময় ব্যঞ্জনা
মানুষগুলো তবু ক্ষমতা অর্থ আর পদ দীর্ঘস্থায়ী করতে করছে কত তন্ত্র
ভালোবাসার ভাষা তবু শিখলো না আমার অঞ্জনা।

দুর্দিন শেষ হয় না, কষ্ট দৈন্য আর যন্ত্রণার কীটগুলো ক্রমাগত গায় ব্যান্ড সংগীত
তোষামুদে, লুটেরা, আর অামলারা আজ তুখোর পণ্ডিত।
০২.০৩.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।