আমাদের কথা খুঁজে নিন

   

রেইনবো গ্র্যাভেটি থিউরি: মহাবিশ্বর সৃষ্টির নতুন তত্ত্ব

মহাবিশ্বের সৃষ্টি নিয়ে গবেষণার অন্ত নেই। গবেষকরারা অনেক মতবাদ দিলেও স্টিফেন হকিংসের 'মহা বিস্ফোরণ তত্ত্ব' বা 'বিগ ব্যাঙ' মতবাদটি সর্বজন বিদিত। বলা হয়ে থাকে, মহা এক বিস্ফোরণ এর মাধ্যমে এই বিশ্ব জগতের সৃষ্টি হয়েছিল। তবে নতুন রেইনবো গ্র্যাভেটি তত্ত্ব বলছে ভিন্ন কথা। রেইনবো গ্র্যাভেটি তত্ত্ব মতে, 'মহাবিশ্বের শুরু বলে কিছু ছিল না এবং অসীমের পথে বিস্তৃত হচ্ছে।

'

প্রায় ১৩.৭ বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল বলে বিগ ব্যাঙ তত্ত্বে জানা যায়। বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বলেন, দূরবর্তী ছায়াপথসমূহের বেগ সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় এরা পরষ্পর দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এই তত্ত্বসমূহের সাহায্যে অতীত বিশ্লেষণ করে দেখা যায়, সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দু অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। এই অবস্থায় সকল পদার্থ এবং শক্তি অতি উত্তপ্ত এবং ঘন অবস্থায় ছিল। কিন্তু এ অবস্থার আগে কী ছিল তা নিয়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে কোন ঐক্যমত্য নেই।

অন্য দিকে, রেইনবো গ্র্যাভেটি থিউরি বিজ্ঞানীদের মধ্যে সার্বজনীন ভাবে গ্রহনযোগ্যতা পায়নি। এই তত্ত্বটি বিগ ব্যাঙ তত্ত্বের ত্রুটিগুলোর দিকে দৃষ্টিপাত করিয়েছে। রেইনবো গ্র্যাভেটি তত্ত্ব অনুসারে বলা হয়ে থাকে, নির্দিষ্ট কোন বিন্দু থেকে মহা বিশ্বের উৎপত্তি ঘটেনি। ১০ বছর আগে আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যকার পার্থক্য সমন্বয় করতে গিয়ে প্রথম রেইবো তত্ত্বটি প্রস্তাব করা হয়। আশ্চর্যজনক হলেও এই তত্ত্ব মতে, সময়ের কোন শুরু ছিল না।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।