আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস নির্বাচনে রেইনবো প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা



বেসিসের নির্বাচনে নয়টি পদের মধ্যে আটটিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রেইনবো প্যানেল। দেশের কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১০-১২ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের বেসিস কার্যালয়ে। মোট ২০৭ জন ভোটারের মধ্যে ১৮৬ জন ভোট দেন। নিয়মিত সদস্যদের মধ্যে ভোটার ছিলেন ১৬৮ জন এবং সহযোগী ১৮ জন।

রাত আটটায় নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান এস এম কামাল ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের অপর দুই সদস্য আবদুল্লাহ-আল-মামুন ও নাজিম ফারহান চৌধুরী। এবারের নির্বাচনে নয়টি পদের জন্য মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রেইনবো ও অ্যাকশন প্যানেলে ছিলেন ১৮ জন। নির্বাচনে মাহবুব জামানের নেতৃত্বাধীন রেইনবো প্যানেলের আটজন বিজয়ী হয়েছেন।

অ্যাকশন প্যানেল থেকে শুধু এস কবির আহমেদ জিততে পেরেছেন। বেসিসের নির্বাচিত সদস্যরা হলেন—মাহবুব জামান (প্রাপ্ত ভোট ১২০), ফোরকান বিন কাশেম (১১৮), ফারহানা এ রহমান (১১৩), তামজিদ সিদ্দিক (১১২), এ কে এম ফাহিম মাশরুর (১০৬), সৈয়দ আলমাস কবির (১০৪), এ কে সাব্বির মাহবুব (৯৩) ও এস কবির আহমেদ (৮৩) এবং সহযোগী সদস্য কোটায় মুজতবা সাত্তার (১১)। বিজয়ীদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হবে ১৯ মে। সেদিনই বেসিসের নতুন কমিটি ঘোষণা করা হবে। ------ প্রথম আলো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.