আমাদের কথা খুঁজে নিন

   

চায়না মোবাইল চুক্তির ঢেউ অ্যাপল শেয়ারে

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কেট শেয়ার বৃদ্ধির লক্ষ্যেই অ্যাপল চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করেছিল।
এ প্রসঙ্গে সে সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছিলেন, “চীন অ্যাপলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। ”
কুক আরও যোগ করেন, “চুক্তিটি করার আগে অ্যাপল চীনে স্মার্টফোন প্রতিযোগিতায় বেশ পিছিয়ে ছিল। এখন চুক্তিটির ফলে আশা করা যাচ্ছে, চীনে আইফোন বিক্রি বৃদ্ধি পাবে। অ্যাপলের আয়ের প্রধান একটি উৎস হচ্ছে আইফোন।


বিশ্লেষকরা জানিয়েছেন, চুক্তিটি ভালোই ফল দেবে। এ প্রসঙ্গে গবেষণা সংস্থা ক্যান্টর ফিটসজেরাল্ড রিসার্চ জানিয়েছে, তাদের অনুমান আগামী বছর নাগাদ অ্যাপল শুধু চায়না মোবাইল গ্রাহকদের কাছেই ২৪ লাখ আইফোন বিক্রি করতে পারবে। এর আগে চায়না মোবাইলের গ্রাহকরা আইফোন ব্যবহার করতে পারতেন না। কারণ প্রতিষ্ঠানটির থ্রিজি প্রযুক্তি আইফোনের জন্য উপযুক্ত ছিল না।
কিন্তু বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চীনে প্রথম যে তিনটি প্রতিষ্ঠানকে ৪জি প্রযুক্তির লাইসেন্স দেওয়া হবে, তার মধ্যে চায়না মোবাইল একটি।

অন্যদিকে অ্যাপলের আইফোন ৫সি এবং ৫এস দৃটি ফোনেই ৪জি প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে। ফলে এদিকটি থেকে আর কোনো বাঁধা থাকছে না।
পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের ম্যানেজিং ডিরেক্টর মনোজ মেনন এ প্রসঙ্গে জানিয়েছেন, অ্যাপল এর আগে যে কয়টি চুক্তি করেছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। এর ফলে বিশ্বের ১০ শতাংশ মোবাইল গ্রাহকের কাছে আইফোন পৌঁছে যাবে। তবে তিনি এটিও জানিয়েছেন, চুক্তিটির কার্যকারিতা বৃদ্ধি করতে অ্যাপলকে হয়তো আরও সাশ্রয়ী মূল্যের ফোন মডেল নিয়ে আসতে হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।