ভাল থাকতে চাই
.....The hate of men will pass, and dictators die, and the power they took from the people will return to the people....।
কথাটা শুনেছিলাম চার্লি চ্যাপলিনের The Great Dictator শীর্ষক ভিডিও থেকে। অনেকটা তুলনা করলাম খালেদা জিয়ার ২৯ তারিখের "ডেমক্রোসি ফর মার্চ" এর সাথে ।
ডেমক্রোসি নিয়ে আমরা চিন্তিত কিন্তু আসল ডেমক্রোসি কই?
খালেদা জিয়াও ডেমক্রোসি চায় কিন্তু ডেমক্রোসির আড়ালে কি চায় তা আমাদের জানা আছে ।
আর হাসিনার কথা তো বাদ ই দিলাম সংবিধান ও ডেমক্রোসি বাঁচাতে গিয়ে রীতিমত সেনাবাহিনী ,যোথবাহিনী,নিজস্ব বাহিনী সব ই লাগাচ্ছেন।
প্রায় শতাধিক মানুষ অলরেডি মারা গেছে এই কারনে আর তিনি ডেমক্রোসি বাঁচানোর নামে যা খুশি তা করছেন ।
সোনার হরিন ডেমক্রোসি তা যে কি তা এখনও বুঝাই হল না ।
কার কাছে ডেমক্রোসি খুজে পাব তা জানা নাই।
wikipedia এর ডেমক্রোসির সংজ্ঞা থেকে আমাদের দেশের ডেমক্রোসির কোনো মিল ই পাইলাম না।
হয় ডেমক্রোসি সংজ্ঞা পরিবর্তন করতে হবে নয়তো এই ধরনের ফালতু ডেমক্রোসির নতুন নাম দিতে হবে।
ডেমক্রোসি ও বলবে আবার জনগণের বাঁশ মারবে এই ধরনের ডেমক্রোসি মানি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।