আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার কার্যালয়ে সাংবাদিক নেতারা

বৃহস্পতিবার ৯টার দিকে গুলশানের বাড়ি থেকে কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। ওই কার্যালয়ে বিএনপির আর কোনো নেতাকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।
এর মধ্যেই রাত ১০টার দিকে গুলশানের ওই কার্যালয়ে যান সাংবাদিক নেতারা। কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ সদস্যরা তাদের প্রথমে আটকালেও সাংবাদিক পরিচয় পেয়ে ভেতরে ঢুকতে দেন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য খোরশেদ আলম ও বাসির জামাল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।


বুধবার ওই কার্যালয়ের সামনে ধরপাকড়ের পর পেশাজীবীদের একটি প্রতিনিধি দল খালেদার সঙ্গে দেখা করতে যান। ওই দলেও বিএনপি সমর্থক এই সাংবাদিক নেতাদের কয়েকজন ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য অবস্থান নিয়ে আছে। ফটকের সামনে বেষ্টনি তৈরি করে রেখেছেন তারা, কাউকে ঢুকতে দিচ্ছেন না।
খালেদার বাড়ি থেকে তার সঙ্গে আসা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাই কেবল ঢুকতে পেরেছেন কার্যালয়ে।


বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ কার্যালয়ে ঢুকতে চাইলেও পুলিশ তাদের যেতে দেয়নি।
অফিসকর্মীদেরও পুলিশ ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।    
বুধবার চেয়ারপারসনের এই কার্যালয়ের সামনে পুলিশের ধরপাকড়ের বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্য কাউকে সেখানে দেখা যায়নি।

খালেদা জিয়ার কার্যালয়ে পেশাজীবী প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিক নেতারা। বুধবারের ছবি।

সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, সংসদ সদস্য শাম্মী আক্তার বাধার মুখে পড়েন। আর এ গনিকে বাড়িতে পৌঁছে দিলেও শাম্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাড়ি পোড়ানোর একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার কার্যালয়ে পেশাজীবী প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিক নেতারা। বুধবারের ছবি।


সরকারের আচরণে ক্ষোভ প্রকাশ করে বিএনপি বলেছে, তাদের ‘গণতন্ত্র অভিযাত্রা’য় বাধা দিতেই দলীয় চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পর রাতেই খালেদার গুলশানের বাড়ির পাহারায় পুলিশের সংখ্যা দ্বিগুণ করা হয়।
ওই বাড়িতে ঢোকার পথে বুধবার গ্রেপ্তার হন বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
পুলিশের বক্তব্য, বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থেই পাহারা জোরদার করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।