শুক্রবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে রমনা থানা পুলিশের পক্ষ থেকে এই আবেদন করা হয়। বিকালে মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন মৎস্য ভবনের কাছ থেকে বিএনপির সংসদ সদস্য খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফাইল ছবি
নির্বাচন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খালেদা জিয়া ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি ঘোষণার একদিন পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এতে মো. ফেরদৌস খলিল (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। দগ্ধ হন ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলাম (৪১)।
পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের ১৮ নেতার নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। তবে ওই মামলার এজাহারে খোকনের নাম ছিল না।
গত ২৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তা বাতিলের দাবিতে টানা অবরোধ চালিয়ে আসছিল ১৮ দল, যাতে সহিংসতায় এ পর্যন্ত প্রায় একশ’ মানুষের মৃত্যু হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।