দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতা রিক মাচারের অনুগত যোদ্ধারা কয়েকটি তেলকূপের দখল নিয়েছে। এছাড়া, প্রধান তেল উৎপাদনকারী প্রদেশের রাজধানীরও দখল নিয়েছে তারা।
এদিকে দেশটির তেলমন্ত্রী ধিউ দাও জানিয়েছেন, 'বিদ্রোহীরা ইউনিটি প্রদেশের তেলকূপ দখল করে নিয়েছে। তেলকূপ দখলের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব তেলকূপ হয়তো ধ্বংস করে দেবে বিদ্রোহীরা।'
উল্লেখ্য, বিদ্রোহী গ্রুপের এসব দখল অভিযানের পর দক্ষিণ সুদানে মারাত্মক রকমের গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা দেখা দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।