ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গত সেপ্টেম্বর মাসে হিন্দু-মুসলমান দাঙ্গায় বাড়িঘর হারানো সহস্রাধিক মানুষের একটি শরণার্থী শিবিরে ১২ বছরের কম বয়সী অন্তত ৩৪ শিশু মারা গেছে। সরকারিভাবে এ তথ্য জানা গেছে। উত্তর প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এ কে গুপ্তা সাংবাদিকদের জানিয়েছেন, ৩৪ শিশুর চারজন নিউমোনিয়ায় এবং বাকিরা কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি আরও জানিয়েছেন, মৃত শিশুদের অধিকাংশকেই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হলেও তাদের বাবা-মা তাদের চিকিৎসার জন্য বাইরে নিয়ে গিয়েছিলেন। দাঙ্গার পর থেকে এখন পর্যন্ত মুজাফফরনগর এবং শাম্লি জেলার পাঁচটি শরণার্থী শিবিরে বাস করছে প্রায় পাঁচ হাজার মানুষ।
সেপ্টেম্বরের দাঙ্গায় মারা যায় অন্তত ৬৫ জন মানুষ, আহত হয় কমপক্ষে ৮৫ জন। মুজাফফরনগরে হওয়া ওই দাঙ্গায় ৫০ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর হারিয়েছিল। ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই মুসলমান সম্প্রদায়ের ছিল। গত এক দশকে ভারতে এটাই সবচেয়ে ভয়াবহ দাঙ্গা। এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিনজন পুরুষকে হত্যা করার পরে সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে দাঙ্গাটির সূত্রপাত হয়েছিল।
বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।