আসসালামু-আলাইকুম। প্রথমে টেকটিউনসের সাথে জড়িত সকল সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই। প্রায় তিন বছর যাবত টেকটিউনস থেকে অনেক কিছু নিয়েছি, এবার দেবার পালা । আশাকরি এখন থেকে রেগুলার ভাল মানের টিউন করতে পারব, আপনাদের সাপোর্ট পেলে। কথা না বাড়িয়ে সংক্ষেপে শুরু করা যাক।
প্রথমে এই লিংকে যান। এর পর নিচের মত install for Firefox প্লাগিন্স টি ইন্সটল করুন। ব্রাউজারটি কেটে দিয়ে আবার ওপেন করুন।
ইন্সটল শেষে domain কেনার জন্য GoDaddy.com এ যেয়ে আপনার পছন্দের domain search করুন। এরপরে Continue to checkout এ ক্লিক করুন।
No Thanks এ ক্লিক করুন।
এর পরে 1 year select করুন। মাউসের ভলিউম নিচের দিকে গুরালে,Find saving নামে হলুদ রঙের আইকন দেখতে পাবেন, সেটায় ক্লিক করুন ।
ব্যাস কাজ শেষ । আর কিছু করতে হবে না ।
কিছুক্ষন অপেক্ষা করুন , তার পর দেখুন ম্যাজিক!
সবাই thanks জানিয়ে এখানেই শেষ করছি । ভাল লাগলে কমেন্ট করবেন । আপনাদের জন্য আরও টিউন অপেক্ষা করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।