আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকামুখী বাস-ট্রেন থেকে আটক শতাধিক

টাঙ্গাইলে রাতে বাস ও ট্রেনে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয় সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

ফাইল ছবি


ফাইল ছবি
তিনি বলেন, জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে এদের আটক করা হয়েছে।
ওসি নজরুল বলেন, শুক্রবার সন্ধ্যা রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টাঙ্গাইল বাস ও ট্রেন স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা বাস ও ট্রেনে তল্লাশি চালানো হয়।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ও রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস থেকে বেশ কয়েক জনকে আটক করা হয়।
এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিভিন্ন বাসে তল্লাশি চালিয়েও বেশ কয়েক জনকে আটক করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে রোববার ‘ঢাকা অভিযাত্রা’র কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
এই কর্মসূচির সুযোগে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে নাশকতা করতে পারে বলে আশঙ্কা করে বিরোধী দলের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।