যুদ্ধাপরাধীদের বিচার চাই, ফাঁসি চাই, হতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের মুখে উষ্ঠা দিয়ে, বাঙালী জনগনকে শায়েস্তা করার জন্য ভারতীয় জনতা পার্টি উগ্র দলটা বাংলাদেশে আসতেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদ করার নামে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঢাকামুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার এই লংমার্চ কর্মসূচি পালন করা হবে। শত শত দলীয় কর্মী এবং সমর্থক আজ আগরতলা দিয়ে আখাউড়া সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে বলে জানায় পার্টির ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত।
শনিবার লংমার্চ কর্মসূচি ঘোষণা করে পার্টির ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়ে বলেছে, কেন্দ্রীয় নেতারা তাদের এই কর্মসূচিকে অনুমোদন করেছে। সুনীল দাসগুপ্ত বলেছে, আমরা জানি সীমান্তে আমাদের বাধা দেয়া হবে। কিন্তু তাই বলে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর অবিরাম সহিংসতা দেখে চুপ করে বসে থাকতে পারি না।
তার দাবি, বাংলাদেশে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই। বিজেপি এ বিষয়টি লোকসভায় উত্থাপন করে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।