শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দুই বাংলার জনপ্রিয় কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। বুধবার সন্ধ্যায় বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয় তাকে। ডা. সুব্রত মৈত্রর নেতৃত্বে এক বিশেষজ্ঞ চিকিৎসক দল সুচিত্রা সেনের চিকিতৎসা করছেন। এরইমধ্যে এক্সরে, ইসিজি ও রক্তের বেশকয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার। আপাতত সুচিত্রা সেনের রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না। বেসরকারি হাসপাতলে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে।
এদিকে সুচিত্রা সেনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই এদিন সারাদিন ধরেই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন মহানায়িকার অসংখ্য অনুরাগীরা।
ফুসফুসের সংক্রমণের পাশাপাশি জ্বর-কাশি নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের নিজের বাড়িতেই চিকিৎসা চলছিল তার।
কিন্তু অবস্থার একটু অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গত বুধবার সন্ধ্যায় বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয় ৮২ বছর বয়স্ক এই কিংবদন্তীকে।
লোকচক্ষুর অন্তরালে থাকতে চান বলেই বারবার হাসপাতাল বা নার্সিংহোমে যাওয়া আসা একেবারেই পছন্দ করেন না তিনি। সেই জন্য তার বাড়িতেই তৈরি হয়েছিল ছোটখাটো কেয়ার ইউনিট। নিয়মিত ছিল চিকিৎসকদের নজরদারিও। কিন্তু শারীরিক অবস্থা অবনতির কারণে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করানো হয়।
মাস তিনেক আগেও একবার বেলভিউয়ে ভর্তি হয়ে বিভিন্ন শারীরিক পরীক্ষা করান। এমনকি সেই কারণেই গত বুধবার হাসপাতালে ভর্তি হলেও সেই খবর জানাজানি হয় অনেক পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।