হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি-সহ আঠারো দলের গণতান্ত্রিক লংমার্চ। দেশের আনাচে-কানাচে সবখান থেকে মানুষকে ডাকা হয়েছে ঢাকা অভিমূখী এ মার্চে অংশ নেয়ার জন্য। এ ধরণের কর্মসূচীতে কিছু স্লোগান থাকা আবশ্যক, নইলে জোশ পাওয়া যায় না। তো যেহেতু গণতন্ত্র রক্ষার জন্য এ কর্মসূচী, সেই কারণে নিম্নোক্ত কিছু স্লোগান এতে শোনা যেতে পারে বলে ধারণা করা যায়।
"স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তিপাক"
"নূর হোসেনের রক্ত
বৃথা যেতে দিব না
নূর হোসেনের স্বপ্ন
বৃথা যেতে দিব না"
"নূর হোসেনের হাতিয়ার
গর্জে উঠো আরেকবার"
"স্বৈরাচারের হাতিয়ার
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
ফ্যাসীবাদের হাতিয়ার
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও"
"গণতন্ত্র না পরিবারতন্ত্র?
গণতন্ত্র! গণতন্ত্র"
"নির্বাচন না গণতন্ত্র?
গণতন্ত্র! গণতন্ত্র"
"স্বৈরাচারের সাথে কোন
আপস নাই! আপস নাই
ফ্যাসীবাদীর সাথে কোন
আপস নাই! আপস নাই" (তিনি আবার আপসহীন নেত্রী কিনা!)
"ভোটের বাক্সে লাথি মারো
গণতন্ত্র কায়েম কর"
"একতরফা নির্বাচন
মানি নাই মানবো না"
"দুনীয়ার গণতন্ত্র-কামী
এক হও! এক হও"
"গণতন্ত্রে বিপ্লব
বিপ্লবে মুক্তি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।