আমাদের কথা খুঁজে নিন

   

মরবেন না প্লীজ, ভোট দিতে থাকুন, ২০৫০ সালে জীবন শুরু হবে

ইকোনোমিস্ট

২০৫০ সালে, শেখ হাসিনার বয়স হবে ১০৩ বছর; উনি বাংলাদেশকে 'প্রথম সারির' দেশে পরিণত করবেন সেই বছর: আপনি ব্লগ পড়তে পারবেন, কবিতা, ১৮+ পোস্ট সবই পড়তে পারবেন; ইউরোপীয়ানরা, বোম্বের মেয়েরা চাকুরীর জন্য ঢাকায় আসবে, আপনি জিং জিং খেলতা পারবেন: বেঁচে থাকুন, ভোট দিয়ে যান ২০৫০ সাল অবধি! আপনার ততদিন বাঁচার সম্ভাবনা না থাকলে আমাকে জানাবেন; আমি তথ্য-মানব জয়ের সাহায্য নিয়ে আপনাকে 'ডিজিটাইড' করবো: আপনার মুখে ও পাছায় ইলেকট্রোড ঢুকায়ে তাতে উচ্চ ভোল্টের ইলেকট্রিসিটি চালাবো, আপনি ডিজিটাইড হয়ে যাবেন, ভোট দিতে থাকবেন; আপনি চির সবুজ, ভায়াগ্রার ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে।

২০৫০ সাল এমনিতে আপনার জন্য ভালো সময় হবে: পৃথিবীর জনসংখ্যা হবে ৯ বিলিয়ন, যেদিকে হাত বাড়াবেন বান্ধবী আর বান্ধবী; হুম, তখন হয়তো ভায়াগ্রার ফ্যক্টরী আবার চালু করতে হবে: চাকুরী বাকুরী, খাদ্য, বিদ্যুত নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না; ওগুলো নিয়ে ভাববেন শেখ হাসিনা, আপনি শুধু ভোট দেবেন, আর কিছু না। ওহ, ৯ বিলিয়ন লিখতে ৯ এর পর শুন্য কয়টা দিতে হবে? শীট, ওটা তো শেখ হাসিনার ব্যাপার, আমি কেন মাথা ঘামাচ্ছি?

শালার আমেরিকা ও ইউরোপের অবস্হা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, ৫ বছরের প্ল্যানও করতে পারে না; ইডিয়টগুলো, হার্বাড ক্যামব্রীজ আজকাল সব ইডিয়ট গ্রাজুয়েট উৎপন্ন করছে, ৫ বছরও সামনে দেখতে পায় না! অসুবিধা নেই, তাদের সাহায্য করবো আমরা, আমরা সামনের ৫০ বছর দেখছি: আমাদের রিজার্ভ কততে দাঁড়াবে গ্রীন স্পেনের কালকুলেটরও তা বের করতে পারবে না; কিন্তু আমাদের মুহিত জানবে!!

শেখ হাসিনা মনে হয় ব্যস্ত, উনি বোধ হয়, ২০৫০ সালে আমাদের জনসংখ্যা কত হবে তা হিসেব করার সময় পাননি; লোকসংখ্যা বেশী বাড়বে না, ঘরে বিদ্যুত থাকবে সারাক্ষণ, ফলে আপনারা সারাক্ষণ জিং জিং করতে পারবেন না; ফলে, জনসংখ্যা ২৬/২৭ কোটী পার হবে না; ঘরে ঘরে চাকুরী কোন সমস্যাই হবে না।

ওহ, ২০২১ সালে আপনার আয় হবে ১৫০০ ডলার। আগামী ৫ বছর আপনার আয় ব্যয় নিতে মাথা ঘামাতে হবে না, আপনি হয়তো যুদ্ধ করতে থাকবেন: যুদ্ধ করতে হয় ফ্রি; বিশ্বাস না হলে '৭১ সালের মুক্তিযোদ্ধাদের থেকে জেনে নিবেন, ওরা ফ্রি যুদ্ধ করেছিলেন; আসলে যুদ্ধ কিন্তু ইন্টারেস্টিং: মারুন, মরুন, ইন্টারেস্টিং ব্যাপার!

২০৫০ সালকে সামনে রেখে এবারের ভোট হচ্ছে, প্রথম পদক্ষেপ হলো, আপনাকে ভোটে যেতে হবে না: সময়টুকু কাজে লাগায়ে ১ ডালর আয় করতে পারবেন; এবারের ভোট ২০৫০ সালের 'জাতীয় সনদের' অংশ হিসেবে গণ্য করবেন।









অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।