ইয়াজিউদ্দিনের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি-জামায়াত তাদের মিশন বাস্তবায়নের চেষ্টা করছে, আর সব গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন ইয়াজউদ্দিন। জীবনের শেষপ্রান্তে এসে সর্বময় যে ক্ষমতা ইয়াজউদ্দিন হাতে পেয়েছেন তার বেশি আর কিছুই তার পাওয়ার নেই।
এখন একটি বিশেষ দল বা জোটের মিশন বাস্তবায়ন করে তিনি তার সারাজীবনের গ্রহণযোগ্যতা ও অর্জনটুকুই কেবল হারাতে পারেন।
দলীয় রাষ্ট্রপতি হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সব দলের কাছে গ্রহণযোগ্য হয়ে সমমানের সঙ্গে বিদায় নেয়ার সুযোগটি তার হাতেই রয়েছে; কিন্তু সেই সুযোগ ব্যবহার না করলে একটি দল বা জোটের প্রশংসা পেলেও দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষের কাছে তিনি হবেন ধিকৃত।
সতর্ক না হলে এই ধিক্কার নিয়েই হয়তো তাকে কাটাতে হবে জীবনের শেষক'টা দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।