শনিবার বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনের পর খালেদার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। ফটকের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে।
রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টা পর্যন্ত তিনি বের হননি।
খালেদা জিয়ার ব্যাক্তিগত প্রটোকলের গাড়িটিও সরিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। তবে তা অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম।
মহিলা পুলিশ কেন আনা হয়েছে- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলের নেত্রীর অধিকতর নিরাপত্তার জন্যই সেখানে মহিলা পুলিশ রাখা হয়েছে।”
খালেদার যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করা হচ্ছে না বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
গত মঙ্গলবার ‘ঢাকামুখী কর্মসূচি’ ঘোষণার পরপরই খালেদার বাড়ির পাহারায় পুলিশ বাড়ানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।