বিরোধী জোটের মহানগর-জেলা-উপজেলায় রাজপথ-রেলপথ-নৌপথে অবস্থান কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি শুভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি রোববার পুলিশি বাধায় পণ্ড হয়ে যাওয়ার পর রাতে এক বিবৃতিতে ফখরুল এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার হরণ করে সরকার দুঃশাসনের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে নির্লজ্জ মিথ্যাচার, নজিরবিহীন অত্যাচার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্ন আঙ্গিকে পুনরায় কায়েম করতে তারা ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে।
“আজ দলের সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীসহ আইনজীবী ও নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
গণগ্রেপ্তারের মাধ্যমে নিরীহ মানুষকে চরম হয়রানি করছে। দেশকে তারা চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। ”
নয়া পল্টনে রোববার সমাবেশের কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে সেখানে ভিড়তে পারেনি ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। বিরোধীদলীয় জোটের নেতা খালেদা জিয়াও পুলিশের বাধার মুখে বাড়ি থেকে বের হতে পারেননি।
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।