বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচক কমলেও পরে তা উঠতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৬৮ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ২৮৪ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৭১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা বেশি। দাম বাড়ে ২০৪ টি শেয়ারের, কমে ৫৪টির।
অপরিবর্তিত ছিল ১৪ টির দাম।
মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে । সোমবার কমে ১০ পয়েন্ট । সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে।
এ সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমেছে প্রায় ৩৫ পয়েন্ট।
গড় লেনদেন হয় প্রায় ১৩৯ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৬৮ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সব মিলিয়ে গত তিন সপ্তাহে সূচক কমেছে ১২২ পয়েন্ট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।