আমাদের কথা খুঁজে নিন

   

একদিনেই খেলার মোড় ঘুরে গেল।



শেখ হাসিনা প্রেস কনফারেন্সে বলছিলেন "আপনিতো খালি থাকেন ঘরের ভিতর। একবার বাইরে আসেন রাস্তায় নামেন পরে দেখা যাবে কী করতে পারেন। "
আজতো খালেদা জিয়া রাস্তায় নামতে চাইলো কিন্তু মহামান্য প্রধানমন্ত্রী তার প্রতিপক্ষের নিরাপত্তার প্রতি এতোটাই উদ্বিগ্ন যে ১০ প্লাটুন পুলিশ তার বাড়ির সামনে পাহাড়ায় রেখে দিছে। আর বালুর ট্রাক দিয়ে বেরিকেট বানায় রাখছে যাতে তিনি অতি সহজে গাড়ি নিয়ে বের হতে পারেন(!)
বিএনপির এতোদিনের সহিংস কর্মসূচী ছেড়ে আজ যখন অহিংস সুন্দর একটা কর্মসূচীর কথা ঘোষণা করল তখন সরকারের এতো কিসের ভয় যে পুলিশ আর্মি র‍্যাব সব দিয়ে তাকে প্রতিহত করতে হবে।
সৈয়দ আশরাফ সাহেব কী সুন্দর অবলীলায় বলে গেলেন আজকে বিএনপি কে সাড়া দেয় নাই।

আরে আমরা কী টিনের চশমা পরে আছি ? আমরাতো আজকে কেউ খবর দেখি নাই, কেউ কোনো খোঁজ খবর নেই নাই।
হেফাজতের সময় একাত্তর টিভির কর্মীর উপর কয়েকটা বোতল ছুড়ে মারায় সারা দেশে হেফাজত দেশদ্রোহী নারী অধিকার হননকারী হয়ে গেল। যদিও বিষয়টা লজ্জাজনক। এই নিয়েও আমি লিখেছিলাম। কিন্তু আজকে যা দেখলাম তাতে আমি নিজেই লজ্জায় কারও কাছে মুখ দেখাতে পারছি না।

একজন মহিলা আইনজীবীকে কিভাবে বিবস্ত্র করে পেটানো হল। সুপ্রীম কোর্টের সামনে দাঁড়ায় আমাদের সোনার ছেলেরা নিজের সোনা দেখায়। এটাইতো "সোনার বাংলাদেশ"।
সব শেষে বলি আজকে যে অবস্থা দেখলাম সেখানে যদি আমিও আজকে বের হতাম যে পল্টন যাবো বলে আমারে হয়তো গ্রেফতার করত নাহলে রাস্তাতেই গুলি করে মারত। আর পরেরদিন খবরের কাগজে আসত শিবির কর্মী পুলিশের গুলিতে নিহত।

অথচ আমি কোনো দল করি না। আমি ইলেক্টনিক্সে Bsc ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সেখানে আপনারা কী করে আশা করেন সাধারন মানুষ দলে দলে যোগ দিবে কর্মসূচীতে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।