আমাদের কথা খুঁজে নিন

   

গুলাম আজমের মুক্তির দাবীতে কান্দাকাটি শুরু করসে পাকিস্তান. . . . . . গোলাম আযমের মতো যে জামায়াত নেতারা ১৯৭১ সালে মুক্তিকামী বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় কাজ করেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে তাঁদের মুক্ত করা

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আয় না আরেকবার মুক্তযোদ্ধারা এখনও মরে নাই রে পাকিস্তান মুসলিম লিগ-নেওয়াজের (পিএমএল-এন) চেয়ারম্যান ও মোতামির আলম-এ-ইসলামীর মহাসচিব সিনেটর রাজা জাফর উল হক গত সোমবার সানা নিউজকে বলেন, 'দেশের অখণ্ডতা রক্ষায় যাঁরা নিজেদের বিলিয়ে দিয়েছিলেন, তাঁদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে আটক নেতাদের মুক্তি কেবল করুণার ওপর নির্ভর করতে পারে না।' তিনি বলেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের উচিত, নিজ নিজ অবস্থান থেকে প্রভাব খাটিয়ে গোলাম আযমদের মুক্ত করা। এটিই পাকিস্তানের জনগণের দাবি। গোলাম আযমের মতো যে জামায়াত নেতারা ১৯৭১ সালে মুক্তিকামী বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় কাজ করেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে তাঁদের মুক্ত করাকে নৈতিক দায়িত্ব মনে করছে পাকিস্তানের বিরোধী দলগুলো। আর এ কারণে গোলাম আযমদের মুক্ত করতে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতাদের যথাসাধ্য ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা। শখ কত ! ! আইস আরেকবার আইক্কা আলা বাঁশ ধরাইয়া দিমু ৭১রের কথা এত তাড়াতাড়ি ভুইল্লা গেলি তোরা ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।