আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... দেইল্লা চোরাকে "আল্লামা সাইদি সাব" না বলার অপরাধে দেশের এক ফেসবুক সুশীল আমাকে আনফ্রেন্ড করলেন, এবং ম্যাসেজ পাঠাইলো যে আমি মানুষ ভালো তবে মাথায় কিঞ্চিৎ প্রব্লেম আছে, আমার মাথা ঠিক হইয়া গেলে আবারো আমাকে তিনি স্মরণ করবেন.... হাশরের ময়দানে তিনি আমার জন্য পাপের ভার বইতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনার কাজটা আরও সহজ করে দিলাম, দেইল্ল্যা চোরার আমলনামা সহ ত্যানাকে পাছায় লাথি মেরে বলক করলাম, সেই আরাম লাগতাসে, বাথরুম ফেরত আরাম . . . . . তবে ভদ্রলোকের কথা সত্য, হাশরের ময়দানে আমরা অবশ্যই ফেসবুকে কাজকর্মের জন্য জিজ্ঞাসিত হব, সময় থাকতে সাবধান হইয়া যান, আমিও হই ... কিচ্ছু বলা যায় না । আর একটা কথা আপনাদের কারো কি "আল্লামা সাইদি সাব" কে দেইল্ল্যা চোরা "উদ্ধ্যাপক গুলাম আযম" কে গু ইত্যাদি বললে কষ্ট লাগছে ?? তাহলে আমাকে আনফ্রেন্ড কিংবা ব্লক করে অশেষ নেকি হাসিল করুন এ সুযোগ সীমিত সময়ের জন্য ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।